রাধারমণ দত্ত রচিত গান নং ৮৪১

প্রেম সরোবরে সই গো প্রেম সরোবরে
প্রেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে।।
এমন নির্মল জল ঝলমল করে গো সই ঝলমল করে
এগো মনে লয় মরিয়া যাইতাম ঝম্প দিয়া জলে
বন্ধের লাগি ভাবতে ভাবতে রসনা ভিজল জলে
মনে লয় মজিয়া রহিতাম চরণ কমলে।
ভাবিয়া রাধারমণ বলে আশা ছিল মনে
জিতে না পুরিল আশা মরিলে যেন পুরে।।