রাধারমণ দত্ত রচিত গান নং ৯৮৯

বিদায় হইলাম গো রাই কমলিনী তোমার চরণে
আমি শুইলে স্বপনে দেখি গো রাধে, দেখিনা তুমি বিনে।।
রাধে গো, গোষ্ঠ আচরণে যাই, রাই বইলে বাঁশরী বাজাই
বাঁশির স্বরে ডাকি গো তোমারে
বাইর হও বাইর হও রাধে, দেখি তোমায় পরাণ ভরে।
রাধে গো, ছাড়িয়া যাই জনমের মত দিয়া যাই দানপত্র গো
চূড়া বাঁশি দিয়া যাই তোমারে রাধে, ঐ রাঙ্গা চরণে।।