রাধারমণ দত্ত রচিত গান নং ৮৮

বৃথা জনম গেলো রে ভাই বৃথা জনম গেলো
হারিয়া বন্ধের নাম পড়িলাম জঞ্জালে ।।
শিখিয়া আসিলাম নাম বন্ধুয়ার নিকটে
ভুলি গেলাম শ্যাম নাম জগতের দাপটে ।
শ্রীগুরুর নিকটে গেলে সেই নাম মিলে
রাধারমণ যাইতে না পারে রাধার জঞ্জালে ।