রাধারমণ দত্ত রচিত গান নং ৪২৬

দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি
শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি ।
শুইলে স্বপনে দেখি ও তার নাম লইতে থাকি
এগো চমকিয়া চমকিয়া উঠে ঐ পরাণ পাখি ।
তৈলের ভাণ্ড হস্তে লইয়ে এগো বেভোর হইয়ে থাকি
এগো দুধের মাঝে লবন দিয়ে পাগল হইয়ে মাখি
ভাইবে রাধারমণ বলে শোন গো সজনী
এগো কৃষ্ণ শ্যাম বিচ্ছেদের জ্বালার আর কতদিন বাকী ।