রাধারমণ দত্ত রচিত গান নং ৩৫৯

কানু রে গুণমণি শ্রীবৃন্দাবনে শুনি মুরলীর ধ্বনি ।।
বিরহ বেদন তনু হাতেতে মোহণ বেণু
ললিত ত্রিভঙ্গ শ্যামরায় তরুতলে দাড়াইয়া
রাধা বলি মুরলী বাজায় ।।
কেউ ছিলো রন্ধনে কেউ ছিলো দুধ আউটনে
কেউ পরে সীমন্তে সিন্দুর
কেউ পরে রত্নহার কেউ পরে অলংকার
কেউর শোভে চরণে নূপূর ।
সাজিয়া সকল সখি হইয়া কদমতলা মুখি
তালে তালে কদমতলায় যায়
শ্রীরাধারমণ বলে যাও সখি সব চলে
নয়ন ভরি দেখ শ্যামরায় ।