রাধারমণ দত্ত রচিত গান নং ২৭৪

শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরহরি ।।
কাঁচাসোনা গোরোচনা রে আরে অ গৌর
রাধা রুপমাধুরী ।।
গৌড়দয়ে পুষ্পবন্তৌ তিমিরান্ধ দূর করি
নবদ্বীপে উদয় হইলো রে আরে, অ গৌরা
নিতাই চাঁন্দ সঙ্গে করি ।।
জীব তরাইতে অবনীতে বৃন্দাবন বিহারী
হরি হইয়ে বলছে হরি রে, আরে অ গৌরা
দুই নয়নে বহে বারি ।।
অধমতারণ পতিত পাবন অকূলের কাণ্ডারী
শ্রীরাধারমণে মাগে রে আরে অ গৌরার চরণ মাধুরী ।।