কে যেন জল ভরিতে যায় তোরা দেইখে আয়
কাঙ্খেতে সোনার কলসী মুখে যেন মুচকি হাসি
আমার পরান যে লইয়া কাড়িয়া।।
নদীর জল দেখতে ভাল স্নান করিতে লাগে ভাল
আমার সোনার অঙ্গ মলিন হইয়া যায়।।
কে যেন জল ভরতে যায়, পায়ে সোনার নূপুর বাজে সদায়
আমার নীলাম্বরী বাতাসে উড়ায়।।
ভাইবে রাধারমণ বলে যাইও না তোমরা সকলে
ঘরে থাক জাত কুলমান লইয়া।।