ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া
ওয়গো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া
যদি বন্ধের লাগ পাইতাম চরণে প্রাণ সপিতাম
ওয়গো তারে পান খাওয়াইয়া রাখিতাম ভুলাইয়া ।।
পথের মধ্যে ডাকাডাকি সব সখিগণ মিলিয়া
বান্ধিয়া আন প্রাণবন্ধুরে রাধার বসন দিয়া ।।
ধর ধর এগো সখি চোরা যায় পলাইয়া
মারিও না গো প্রাণবন্ধুরে বাঁশি লও কাড়িয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জন্মাবধি রাধার প্রেমে বান্দা চিকন কালিয়া ।।