শ্যামরুপ হেরিয়া গো ওগো প্রাণে না মানিয়া ঝুরিয়া ।
কেন গৃহের বাইর হইলাম নিষেধ না মানিয়া গো ।।
কাঁখেতে কলসী লইয়ে কুক্ষণে গো গিয়াছিলাম জলের লাগিয়া ।
শুধু দেহ লইয়ে ফিরে আইলাম প্রাণটি বান্ধা থইয়া ।।
চাইয়া রইলাম রুপ পানে পঞ্চে পঞ্চ মিশাইয়া ।।
যৌবন টানে
রাধারমণ বলে মনপ্রাণ রাখি কি করিয়া গো
ওগো প্রাণে মরি গো ঝুরিয়া ।।