রাধারমণ দত্ত রচিত গান নং ৩৩৪

ঐ বাজে কূলনাশার বাঁশি নিরলে বসি গো ।।
বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো ।।
প্রাণসই সখি গো অবলা কূলের কুলটা
উন্মাদিনী বাঁশির মিঠা জলের ছলে চলগো প্রেয়সী ।।
শীতল কদম্বমূলে ডাকে বাঁশি রাধা বইলে
চল সবে শ্যামকে হেরে আসি গো ।।
প্রাণসই সখি গো ছাই দিয়াছি মানের মুখে
যা বলুক সে বলুক লোকে
বাঁশি মোরে করিয়াছে পিপাসী ।।
মনপ্রাণ গিয়াছে যার কাছে সে বিনে কি প্রাণ বাঁচে
রাধারমণ বলে কৃষ্ণ অভিলাষী ।।