রাধারমণ দত্ত রচিত গান নং ৭৯৬

মধু বৃন্দাবনেরে রাই মিলিল গিরিধারী
উচ্চ পুচ্ছ তুলে নাচে ময়ূর ময়ূরী
আমরা যেন নিতই নিতই শ্যামরুপ হেরি
তরুয়া কদম্বডালে ডাকে শুক সারি।
প্রেমানন্দে সখীবৃন্দে দেয়রে করতালি।
রাধাশ্যাম মিলন হইল বলো হরি হরি।
ভাইবে রাধারমণ বলে সদায় চিন্তিয়া মরি
জন্মবধি কইলাম চিন্তা পাইলাম গো শ্রীহরি।।