রাধারমণ দত্ত রচিত গান নং ৫৮৩

শোন শোন বিনোদিনী আমার বচন
ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
চল চল নিকুঞ্জেতে করি গো গমন
লহ লহ বনফুল সুগন্ধি চন্দন ।
হেটে যেতে পথে করে কুসুম চয়ন
নানা গন্ধে সাজাইবো কুসুম শয়ন ।
সাজ সাজ সব সখি আন আভরণ
সাজ লো শ্রীমতি রাধা মোহিত মদন ।
ওগো রাধে বিধূমুখী পইড়ো গো বসন
শুভস্য শীঘ্রম কহে শ্রীরাধারমণ ।।