রাধারমণ দত্ত রচিত গান নং ১৩৯

হরেকৃষ্ণ রাম বলরে মন
হরিনামের সমান নাই অন্য ধন ।
ধনী মানী পার করে না
হরিনাম পতিত পাবন ।।
হরিনাম নিয়ে নারদ বৈরাগী, ঐ নামে মহাদেব যোগী
নামের গুণে অগ্নিকুন্ডে প্রহ্লাদের না হয় মরণ ।।
সুখের সময় সুহৃদ সুজন, স্ত্রীপুত্র বান্ধব রতন
কালের পাশে মিলে শেষে, হরিনাম পতিতপাবন ।
ভবসাগরে রসিক নাইয়ে, নামের তরী চলছে বাইয়ে ।
রাধা নামে বাদাম দিয়ে সাইড় গায় রাধারমণ ।।