কৃষ্ণ প্রেম সিন্ধু মাঝে থাক মইজে
হইয়ে গোপীর অনুগত।।
গোপীর বিশুদ্ধ ভক্তি সজল রতি
প্রেম রসে উনমত
যেমন জল ছাড়া মীন জলের অধীন
জল বিনে মীন রয় নিহত।।
গোপীর ভাব চাতকিনী উন্মাদিনী
মেঘের আশে পিপাসিত
পান করে না অন্য বারি প্রাণে মরি
বিনে নবঘনের সুধামৃত।।
কালাচান্দ মদনমনি অনঙ্গ জিনি মন্মথের মন্মথ
রাধারমণের কথা হৃদয় গাঁথা
মন হইল না মনের মত।।