রাধারমণ দত্ত রচিত গান নং ৪৪০

প্রাণসখী গো কাল জল আনিতে কেন গেছিলাম
আমি জলে গিয়া বন্ধুরে না পাইলাম ।।
রাইয়ার মাথায় চিকন চুল দেখতে লাগে নানান ফুল
সে ফুলের গন্ধে যেমন মন হইলো ব্যাকুল ।।
আসিলো নাগর বন্ধু উথলিলো প্রেমসিন্ধু
আমার জলের ঘাটে গেলো কুলমান ।।
ভাইবে রাধারমণ বলে ঠেইকাছি রাই কালার প্রেমে
যেমন নতুন যৌবন করলায় দান
তেমনি জড়াইলো বাহু দিয়া বাঁশি তুলে তান ।।