রাধারমণ দত্ত রচিত গান নং ৯৬

মন চোরা তুই হরি আছো সদায় আমার সনে
দিশা পাইনা কেমনে ধরি মন চোরা তুই হরি ।।
তোমার চিন্তায় বিয়াকুল আমি সদায় তোমায় চিন্তে
তবু দেখা পাইনা তোমার উপায় কি করি ।
বেভুল হয়ে তোমায় দেখি মনে খুশী হইয়া
বেভুলে হাত দিয়া ধরি হুশে দেখি খালি ।
নিশি জেগে পড়ি যবে কাল ঘুমের ঘোরে
তখন দেখি কাছে আমার করো তুমি ঘুরাঘুরি ।
এমনি ভাবে দিনরজনী করো লুকোচুরি
ধরতে গেলে না দেও ধরা দূরেতে যাও সরি ।
কাছে আসো দূরে সরো কত ভঙ্গী ধরি
আমি তোমার প্রেমের মরা প্রেমাগুনে জ্বলিয়া মরি ।
ভাবিয়া রাধারমণ বলে উপায় সখি কি করি
দিনরজনী ঝুরিয়া ঝুরিয়া না পাইলাম দয়াল হরি ।।