রাধারমণ দত্ত রচিত গান নং ৪৮০

মধুর ধ্বনি শোনা যায় বাঁশি বাজায় শ্যামরায়
বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্রায় ।।
রব শোনা যায় রুপ দেখিনা বংশী ধ্বনী যায়গো শোনা
মেঘে বটে কি শ্যাম জানিনা মেঘে বংশী বাজায় ।।
দিবসে আন্ধারী হলো মনপ্রাণ হইলো চঞ্চল
কেমনে ভরিবো জল মনে মনে ভাবি তায় ।।
ঐ বুঝি গো প্রাণ বিশখা বংশী বটে যায় তারে দেখা
কাল ত্রিভঙ্গ বাঁকা শ্রীরাধারমণ গায় ।।