কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
দীন নাম অধম তারণ ।
প্রেমদাতা শিরোমণি আগমে নিগমে শুনি
গৌর চন্দ্র পতিত পাবন ।।
অকূলে তরঙ্গ নদী তুমি পার হও যদি
নামগুণে নিয়েছি শরণ ।
আমি যদি মরি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ হবে ত্রিভুবন ।।
জগাই মাধাই হেলে তরাইলে অবহেলে
অযাচনে দিলে প্রেমধন ।
ভবকৃপা হয় যার অনল শরীর তার
তার সাক্ষী কশিপু নন্দন ।।
অহল্যা পাষাণ ছিলো পরশে মানব হইলো
করে ধর গিরি গোবর্ধন ।
তাইলে কি আমি ডরি অকূল ডুবিয়া মরি
গুণ গায় শ্রীরাধারমণ ।।