রাধারমণ দত্ত রচিত গান নং ৩৫৬

কদমতলে বংশীধারী
ও নাগরী জলের ছইলে দেখবো তায়
চল সজনী যাবায় নি গো যমুনায় ।।
প্রাণ সই সখি গো, আমার বন্ধুয়া বিনে
দরদ না মানে প্রাণে গো ।
হৃৎ কমলে জ্বলছে আনল
আনলে জল দিলে আর নিভেনা গো ।।
প্রাণসই সখি গো, আমারে পরতিঙ্গি করি
ধরিয়া রাখছে বন্ধের হাতে গো ।
যখন টানে তখন প্রাণে মানেনা গো ।।
প্রাণসই সখি গো ভাইবে রাধারমণ বলে
প্রেম জানো না তোমরা সবে গো ।
মনের দুঃখ আর বলমু কারে
আমার বন্ধু বিনে কেও জানেনা গো ।।