কলির জীবের ভাগ্যে গৌরচাঁন্দ উদয় হইয়াছে ।।
রাধাভাব প্রেমতরঙ্গে ভুবন মাথিয়াছে ।।
সঙ্গে অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসাদি ভক্তবৃন্দ হে
অনুপৃত প্রেমরত্নধন অর্পন করিয়াছে ।।
গৌর প্রেমের ঢেউ টের পায়না কেউ
হরি হরি বইলে ধূলায় লুটতেছে ।।
যার ভাগ্যে ছিলো প্রেম ধন পাইলো
ও তার মানব জন্ম সফল হইলো হে
রাধারমণ বলে প্রেম জলে জগৎ ভাসিয়াছে ।।