রাধারমণ দত্ত রচিত গান নং ১২৩

সুখময় ডাকিছে তোমারে রে প্রেমানন্দ
সুখময় ডাকিছে তোমারে ।
লাউ ডপকী যত ছিলো সকলই কামিনীয়ে নিলো রে
আমার আদরীরে নিলো ডাকাইত চোরায়
উত্তর পাইয়া বড়বাবু বাড়ীতে নিয়া কইলো কাবু রে
ও আমার মান রাখিয়া কইলো অপমান
নালিশ কইলাম আদালতে আপীল গেলো হাইকোটেতে
ও আমার বিচারেতে ডিগ্রী না হইলো রে ।
বাউল রাধারমণ বলে ডিক্রি যদি নাহি মিলে
আমার শেষকালেতে হইবো কি উপায় ।