দেইখে আইলাম শ্যামরুপ শতদল কমলে
আমি রুপ দেখিয়া ভুইলে রইলাম চাহিয়া গো সজনী ।
হাতে চাঁন্দ কপালে চাঁদ আমার চাঁদের উপরে কতই চাঁদ
আমার চাঁদের গলে কে দিলো চাঁদের মালা গো সজনী ।
নাম বাঁকা ভঙ্গী বাঁকা শ্যামের চূড়ার উপর ময়ূর পাখা
ও দেখো নীলুয়া বাতাসে চূড়া হিলে গো সজনী ।
ভঙ্গি বাঁকা কদমতলায় বনফুলের মালা গলায় গো
ও আমার আঁখি ঠারে ফুলের মালা যাবে গো সজনী ।
ভাইবে রাধারমণ বলে আমি রুপ দেখিয়া আইলাম গৃহে
ওই রুপ চমকে চমকে ওঠে মনে গো সজনী ।।