রাধারমণ দত্ত রচিত গান নং ৮৪৭

মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কুমতির সঙ্গ
সুসঙ্গে করবে গমন।।
যার দর্শনেতে আনন্দ বাড়ে রে অ পাষাণ মন
করে কৃষ্ণপ্রেমের উদ্দীপন।।
সচ্চিদানন্দ হরিপুরে রসের কুটা ঢাকা শহরে
আনন্দ মদন।।
আনন্দ চিন্ময় রস রে ও পাষাণ মন
কেলি গিরি গোবর্ধন।।
কামানুগা রসের গতি চব্বিশ গুরুর চব্বিশ বতি
উল্টা গতি উল্টা সাধন
ঠিক থাকে যেন নিক্তির কাটা বেকলে
অকালে হবে মরণ।।
মণিকুটা মণিপুরে অর্ধচন্দ্র বিরাজ করে
ত্রিপুর্ণীহত তিনধারে এক মিলন।
নদীর ধারে চিনিয়া দিও পাড়ি রে পাষাণ মন
কহে শ্রীরাধারমণ।।