গুরুধন ভবার্ণবে আমার জাগা কই নিজের জ্বালায় প্রাণ বাঁচেনা পরার জ্বালা কেমনে সই ।। সাধ করে আনিলাম দই হইয়া গেলো দই হাত বাড়াইয়া মাখন তুলে আমি মাথে লই । মথুরার হাটে গেলু করিতে বেপার শ্রীরাধারমণের কপাল মন্দ লাভ হইলো না খেতি বই ।