মাধাই গৌর কোথায় পাবো রে গৌর হেরে প্রাণ জুড়াবো ।। মাধাই ত্রিতাপে তাপিত অঙ্গ রে প্রাণে আর কত সইবো রে ।। কোন পথে গেলে গৌরপদ আমি সে পথেতে যাবো ।। রাধরমণ কহে গৌরার সঙ্গে যাবো তার দর্শনে শীতল হবো ।।