গৌর আমার কাঁচা সোনা
ও রুপে যাই গো মরি বলিহারি
কি দিয়ে করি প্রাণ সান্তনা ।।
গিয়াছিলাম সুরধনি
হেরিয়াছি শ্যাম গুণমণি
আড় নয়নে দেয় গো দেখা
আঁখির ঠারে প্রাণ বাঁচে না
সোনার বরণ আভা নাসিকায় তিলক শোভা
ধন্য ধন্য রুপলাবণ্য কি দিয়ে করলো যাদুটোনা ।।
ভাবিয়া রাধারমণ বলে প্রাণ সপিলাম শ্রীচরণে
অধৈর্য হইয়াছে প্রাণ, বুঝাইলে প্রাণ বুঝ মানে না ।।