রাধারমণ দত্ত রচিত গান নং ২৫২

পতিত পাবনে চৈতন্য নিতাই ।।
পাপীতাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই ।।
তিন যুগের পতিত মোরা এমন পাপী ভবে নাই ।
পতিত পাবন নামের সাথী দেখাবে জগাই মাধাই ।।
রাজপদ ইন্দ্রপদ ব্রহ্মপদের বাঞ্ছা নাই ।।
নিজদাস করিয়ে রেখো কাছে তোদের কাছে ভিক্ষা চাই ।।
পরশে পবিত্র কর কর্ণে দেহ নাম শুনাই
শ্রীরাধারমণ ভনে অন্তিমকালে চরণ চাই ।।