রাধারমণ দত্ত রচিত গান নং ৬৭৮

ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি পাইনা রাধার মনচোর
সই গো রজনী হইলো ভোর ।।
সই গো সই ভাবি যারে পাইনা তারে সে বড় নিষ্ঠুর ।
এগো আমায় ছাড়ি প্রাণবন্ধু রইয়াছেন মথুরাপুর ।।
সই গো সই, ফুলের শয্যা বিছানায় লজ্জা দিলাম রে দূর ।
কোকিলে কুহুরবে নিশির বুঝি নাই গো জোর ।।
সই গো সই, ভাইবে রাধারমণ বলে হইয়া বেভোর ।
এগো ঘুমের ঘোরে রইলাম পড়ি ধরবো মনোচোর ।।