শোন মনচোরের বাঁশি করিরে মানা
মোহন মধুর স্বরে রে বাঁশি আর বাইজোনা ।।
শাশুড়ি ননদী বৈরী গুরু গঞ্জনা ।।
জ্বালার উপর জ্বালা রে বাঁশি পরাণে সহেনা ।।
কঠিন হৃদয় বাঁশি লাজ ভয় রাখো না
অবলা বধিবার লাগিরে বাঁশি বিধাতার সৃজনা ।।
যার হাতে পড়ো বাঁশি করো তার সাধনা
শ্রীরাধারমণে ভনেরে বাঁশি আর বাইজোনা ।।