রাধারমণ দত্ত রচিত গান নং ২১৪

গৌর নিতাই উদয় নদীয়ায় ।।
কাঁচা সোনা গৌর বরণ, ভাইর ভাবে কানাই বলাই ।।
সুরধুনীর দুই ধারে নবদ্বীপ আর শান্তিপুরে
মহাযোগী অদ্বৈতের ঘরে তিনে একরুপ দেখা যায় ।
নিত্যলীলারসে মজে দেবাদিদেবগণ সেজে
শ্রীবাসের আঙিনার মাঝে হাসে কান্দে নাচে গায় ।
শচীর সুত নন্দের নন্দন, যেই নবদ্বীপ সেই বৃন্দাবন
যুগল কুন্ড আর গিরি গোবর্ধন জাহ্নবী যমুনা প্রায় ।
লাখে লাখে পুরুষ নারী বলতে আছে গৌর হরি ।
কি আনন্দ নইদে পুরী ভাইবে রাধারমণ গায় ।।