রাধারমণ দত্ত রচিত গান নং ৮৩০

দিন গেলে তুই কাঁদবে রে বইসে
তোদের কান্দন কেউ শুনবে না
মন রে দেহার গৌরব করিও না।।
মন রে হীরার দামে চিড়া কিনা
আসলে উসুল মিলে না।।
ওরে অন্ধের হাতে মানিক দিলে যত্ন জানে না।
মন রে একদিন দুইদিন যাবে রে সুখে
চিরদিন সমান যাবে না।।
ভবনদী তরিবারে কর সাধনা
মন রে ভবনদীর পারে ভুজঙ্গ নদীর থানা
এগো সাধু যায় হাসিখুশি পাপী যাইতে মানা
মনরে ভাবিয়া রাধারমণ বলে শ্রীগুরু চরণ ভজনা
এগো শমন আসি ধরবে যখন ছাড়িয়া দিবে না।।