হরি বলে ডাক মন রসনা ।
ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা ।।
দেখ হরির নামের গুণে প্রহ্লাদ না মইলো আগুনে
প্রহ্লাদ অগ্নিকুন্ডে স্থান পাইয়াছে প্রাণে তো মরলো না ।।
হরি হরি হরি বলে শুদ্ধ গঙ্গার জলে
নামে পাষাণ গলিতো পারে মন আমার গলে না ।।
ভাইবে রাধারমণ বলে ঠেকলাম ভবের মায়াজালে
দয়াল গুরু যদি কৃপা করে পুরায় মনের বাসনা ।।