রাধারমণ দত্ত রচিত গান নং ২১৬

গৌর নিতাইর হাটে রসিক মহাজন
প্রেমরসের বেচাকেনা সাধুসঙ্গে সাধুজন
দিবারাত্র বিরাম নাই টাইম ছাপ্পান্ন দণ্ড নিরুপণ ।।
ধন্য সুরধুনীর তীরে মনোবাঞ্ছা কল্পতরু ভবে
হাটের পত্তন নইদে পুরে কলি জীবের কারণ
তপযজ্ঞ ধ্যান হরিনাম সংকীর্তণ ।।
সে হাটের বাজারী যারা হিংসা নিন্দা কৈতব ছাড়া
বিনামূল্যে খরিদ করা প্রেম অমূল্য রতন
মিছা সুখের আশা টাকা পয়সার নাইকো প্রয়োজন ।।
নিতাইচাঁন্দের প্রেমবাজারে একজন হইলে যাইতে পারে
গুরুবাক্য অনুসারে করে আত্মসমর্পণ
প্রভু রঘুনাথের পদাশ্রিত কহে শ্রীরাধারমণ ।।