রাধারমণ দত্ত রচিত গান নং ৪০৬

জলের ঘাটে কে যাবে গো আয়
কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শোনা যায় ।।
বিষম বাঁশির কথা কহন না যায় ।।
কালার বাঁশি কুল বিনাশি মনপ্রাণ করছে উদাসী
মনে লয় তার হই গো দাসী, না দেখি উপায় ।
বাঁশি বরষির মতো ফুটিলো হিয়ায় ।।
অবলা কুলের কুলটা উন্মাদিনী বাঁশির মিঠা
যে শোনে তার লাগে লেঠা গৃহে থাকা দায় ।
ঘরে বাদী কালননদী কয় মন্দ সদায় ।।
শ্রীরাধারমণের গাঁথা বাঁশির কথা হৃদয় গাঁথা
মনে বড় পাই ব্যাথা কইতে না জুয়ায় ।
দারুণ বাঁশির জ্বালা সহন না যায় ।।