রাধারমণ দত্ত রচিত গান নং ৭৭

পতিত পাবন নাম শুনিয়া, দাড়াইয়া রহিয়াছি কূলে ।
দয়াল গুরু পার করো দীনহীন কাঙালে ।
আমার নাই পয়সা না জানি সাঁতার
আমারে নেও নায়ে তুলে ।।
ভবের ঘাটে দিচ্ছো খেওয়া, আপন হাতে ধরছো বৈঠা
পার করো দয়াল গুরু দিন গেলো হেলে ।
আমার মনমাঝি হইয়াছে বেভুল ডুবাইতে চায় নীলমণিরে ।।
দেখিয়া ভবের তরঙ্গ প্রাণ তো হইয়াছে ভঙ্গ
ধন অঙ্গ শীতল কর সাধ রাখি মনে
গোসাই শ্রীরাধারমণের আশা ঐ রাঙ্গা চরণতলে ।