শ্যামের পিরীতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
তবু তার মন পাইলাম না।। ধু।।
দিয়া আশা দিল দাগা প্রতিজ্ঞা তার ঠিক রইলো না
আশা দিয়া নিরাশ কইলো বাড়াইল যন্ত্রণা।
কত আর সহিব দুঃখ, দুঃখে ফাটে মোর বুক
আগে যদি জানিতাম জীবন যৌবন দিতাম না।
দুঃখে দুঃখে জনম গেলো শ্যাম বন্ধু না আসিলো
জীবন থাকিতে বুঝি তারে পাবো না।
কিবা দোষে হইলাম দোষী কি ভাবেতে তারে তুষি
গুরু আমার কল্পতরু শিক্ষা দেও না।
ভাইবে রাধারমণ বলে দুঃখের জ্বালায় পরাণ জ্বলে
সইতে নারি দুঃখি আমি দুঃখের যন্ত্রণা।।