রাধারমণ দত্ত রচিত গান নং ৫২৯

শ্যামের বাঁশি বাজিলো বিপিনে ।।
বাঁশির ধ্বনি উন্মাদিনী প্রাণে কি আর ধৈর্য মানে ।।
যে নাগরে বাজায় বাঁশি মনে লয় তার হইতেম দাসী
গোকুল মজাইলো শ্যামের বাঁশির গানে
বাঁশির তানে শূণ্যে তনু প্রাণ থাকে কেমনে ।।
বাঁশির মধু কতই মধু ঘরের বাহির কইরে নেয় কুলবধূ
শ্যামের বাঁশি কি মোহিনী জানে
কেয়া ফুলের কাটার মতো বিন্ধিলো পরাণে ।।
কেমন গো সই বংশীধারী কেমন তার রুপ মাধুরী
সাধ করে হেরিতে নয়নে
কি অমৃত বাজায় বাঁশি কহে শ্রীরাধারমণে ।।