গুরু ভজন হইলো না রে অজ্ঞান মন ভবে আসা যাওয়া হইলো ।
গুরুতে হয় নিষ্ঠারতি বৈষ্ণবেতে না হয় মতি ।
মনরে কি হবে আমার গতি রে
আমার আশায় আশায় দিন রে গেলো ।
শ্রীচৈতন্যকৃপা করে দিলেন একখানা নামের তরী রে মন
তরী বাইতে পারে রসিক জনায় রে মন মন রে
রমণের তরী শুকনায় রইলো ।।
কর্ণস্থানে মন্ত্র দিয়ে গুরু বসিয়াছেন নিত্য প্রেমের ধামে রে
ঐ রুপ নেহার করে সাধু জনায় রে মন
আমার ভাগ্যে নাই বা হইলো ।।