রাধারমণ দত্ত রচিত গান নং ২৫৬

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না
ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ।।
অনেক পুণ্যের ফলে মনুষ্য উত্তম কূলে
জন্ম দিয়ে কইলে করুণা, দিলে মায়াডুরি গলে পইরে
সে ডুরি কেটে দিলে না ।
দশ ইন্দ্রিয় রিপু ছয় কাহার বাধ্য কেউ নয়
কারো কথা কেউ শুনে না, অনিত্য সংসারে আশা
আমার পিপাসা দূরে গেলো না
ব্রজে ছিলে রাধারমণ নইদে আইলে শচীর নন্দন
কলির জীব তরাইতে কইরে করুণা ।।