নিশিতে স্বপন দেখলাম চাঁন্দ আসিয়া
আর স্বপনে দেখিয়া যারে উঠিলাম জাগিয়া
এগো জাগিয়া না পাইলাম তারে
আমার নিদ্রা গেলো ছুটিয়া শ্যাম চাঁন্দ আসিয়া ।।
আর ভাবি যারে হয়না দেখা
সে বন্ধু মোর রইলো একা গো ।
এগো কমলচরণ ইদরের মাঝে
ও সই গেলো আনল জ্বালাইয়া, শ্যাম চাঁন্দ আসিয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে
শোনো গো সখি তোমরা সবে
এগো ধাকধাকাইয়া জ্বলছে আনল
আমার শ্যামবন্ধুর লাগিয়া, শ্যামচাঁন্দ আসিয়া ।।