সখী করি কি উপায়
শ্রীনন্দের নন্দন কানু রহিল কোথায়। ধু।।
আমায় ত্যেজিয়া বন্ধু রহিল কোথায়
চরণ ধরি বিনয় করি আনি দেওগো তায়।
ঘরে বাত্তি সারা রাত্তি কান্দি কান্দি যায়
এত কান্দার রোল শুনি না আইলো শ্যামরায়।
পিরীত করি কলঙ্কিনী হইলাম আমি দুনিয়ায়
কলঙ্কের লাগিল দাগ ধুইয়া না ছাড়ানো যায়।
ভাইবে রাধারমণ বলে কান্দি কান্দি জনম যায়
তবুও কঠিন বন্ধে একবার না ফিরিয়া চায়।।