রাধারমণ দত্ত রচিত গান নং ৬৬৯

ঐ ছিলো কর্মের লেখা রে জোখা ঐ ছিলো কর্মের লেখা
প্রেমময়ী মরণ আমার জীবনে আর কি হবে দেখা ।
অক্রুরের রথে গেলায় মধুরা যে রাইকে ফেলিয়া একা ।
সেই অবধি প্রাণে ধৈর্য্য নাহি মানে কেনে হইলাম বোকা
কদম্বের তলে বাঁশিটি বাজাইয়ে হইয়ে ত্রিভঙ্গী বাঁকা
ননদীকে বলে জল আনিবার ছলে করিও আমায় দেখা
ভাইবে রাধারমণ বলে শোন গো তোমরা আর নি পাই রাইয়ের দেখা
তাহারই চরণে আমার পরাণে রহিলো প্রেমের রেখা ।।