উদয় হইলায় বা নদীয়ার চাঁন গৌর হরি রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ।। খনে হাসে খনে কান্দে উলটিয়া পড়ি মুখে বলে রা রা রা ধুলায় গড়াগড়ি । ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা করি অন্তিমকালে অধমেরে দিও চরণতরী ।।