রাধারমণ দত্ত রচিত গান নং ১৬৭

উদয় হইলায় বা নদীয়ার চাঁন গৌর হরি
রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ।।
খনে হাসে খনে কান্দে উলটিয়া পড়ি
মুখে বলে রা রা রা ধুলায় গড়াগড়ি ।
ভাইবে রাধারমণ বলে ঐ বাসনা করি
অন্তিমকালে অধমেরে দিও চরণতরী ।।