চলরে মন রাজ দরবারে, কলিযুগের রাজা শ্রীচৈতন্য
সদর মহকুমা নদীয়া পুরে ।।
গবার্নার শ্রী নিত্যানন্দ এসিস্টেন্ট তার অদ্বৈত
চীপ কমিশন শ্রীবাসভক্ত, সাব ডিভিশন শান্তিপুরে ।
জজ আদালত শ্রীগদাধর হরিদাস তার খুদ ম্যাজিস্টেট
শ্রীনিবাস তার ইনস্পেকটর স্বর্গ মর্ত্য পাতাল পুরে ।
নজারতে রুপ সনাতন তার অনুগত চৌষট জন ।
যাচে হরি নামের শমন, রাধারমণ কহে কাতরে ।।