পাইলাম না সই প্রাণ বন্ধুরে রজনী হইলো ভোর
স্বপনে দেখিলাম কাছে জাগিয়া দেখি দূর ।।
কঠিন অবলার বন্ধু কঠিন তার হিয়া
কুলটা বানাইলো মোরে তার প্রেমে মজাইয়া
মা ছাড়লাম বাপ ছাড়লাম ছাড়লাম সুয়ামী
ঘরের বাহির করি ফেলি গেলে কই যাই আমি ।
প্রেমানলে অঙ্গ জ্বলে ভিতরে জ্বলে হিয়া
এমন বান্ধব নাই আনল দেয় নিবাইয়া ।
চউখ হইলো আন্ধিয়ারা মাথায় দিলো পাক
ঘর বাইর দুই খুয়াইয়া খাইতেছি ঘুরপাক
ভাইবে রাধারমণ বলে শোনগো ধনী রাই
শ্যামচাঁন্দ বন্ধুরে আমি কোথায় গেলে পাই ।।