রাধারমণ দত্ত রচিত গান নং ৬০৬

সজনী সই গো আমি রইলাম কার আশায়
চুয়া চন্দন ফুলের মালা আমি থইছি কটরায় ।।
সজনী সই গো গাঁথিয়া বনফুলের মালা
আমি দিতাম কার গলায়
একেলা মন্দিরে ঝুরি না আইলো শ্যামরায় ।
সজনী সই গো, নিশি অলন শেষকালে বন্ধু
ডাকছে কোকিলায়
দারুন কোকিলার সুরে
আমার বন্ধে আমায় ছাড়িয়া যায়
সজনী সই গো ।।
ভাইবে রাধারমণ বলে
আমি ঠেকিয়াছি প্রেমদায়
দারুণ আঙ্খির জলে
আমার ঝিলমিল করিয়া যায়
সজনী সই গো ।।