ভবসমুদ্র পাড়ি দিতে মন হরি নামের নৌকা ধরো
হরি নামের নৌকা ধরে শ্রীগুরু কান্ডারী করো ।।
অন্য চিন্তা ত্যাজ্য করে সদায় হরি চিন্তা করো
এক দিশাতে নামটি জপো করিও না মন হরে তরো
ছয় চোরাতে চুরি করে সন্ধান করি তারে ধরো
অনায়াতে পার হবিরে চোর যদি ধরিতায় পারো ।
শয়নে স্বপনে মনো হরিনাম জপনা করো
শ্রীগুরুর হইলে কৃপা পাপেরে খন্ডাইতে পারো ।
ভাবিয়া রাধারমণ বলে বৃথা জন্ম এ সংসারো
হরি বিনা নাই কান্ডারী হরি চিন্তা সদায় করো ।