দূতী কইও গো বন্ধু রে । এগো কাইল নিশিতে একা কুঞ্জে রইয়াছি বাসরে ।। একা কুঞ্জে রইগো সখি দোসর নাই মোর সাথে এগো কি দোষেতে শ্যামনাগরে ছাড়িয়া গেলা মোরে ।। ভাইবে রাধারমণ বলে বালিশ লই কোলে দারুণ তুলার বালিশ ভুলাইলে না ভোলে ।।