দুঃখ কইয়ো গো চাঁন্দ মন্দিরে নিরলে নিয়া ।।
আর তাপিনী লো
তাপে তাপে জনম গেলো গইয়া ।।
ওরে পাইলে কইয়ো
চিরদিন মরিমু ঝুরিয়া ।।
আর লং এলাচী জায়ফল জত্রী
বাটায় ভরিয়া
ওয়রে বন্ধু আইলে দিয়ো পান
আদর করিয়া ।।
আর চাতক রইলা মেঘের আশে
চরণ পানে চাইয়া
গো চান্দ মন্দিরে নিরলে নিয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে
শোনো রে কালিয়া
পরা কি আপন হইবো
পিরীতের লাগিয়া ।।