রাধারমণ দত্ত রচিত গান নং ১০১৭

তোমার মনে কী বাসনা রে অবলারে কান্দাইয়া
তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া।।
চাওনা কেনে নয়ন তুলি কার প্রেমে রইলে তুমি
আমি দুঃখের কথা বলি গো খুলিয়া।।
প্রথমে পিরিতির কালে কত আশা ছিল মনে
কী লেইখাছে দারুণ বিধি আমার লাগিয়া।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
মনের ব্যথায় জ্বলি গো মরিয়া।।